এন্ড্রয়েড ফোনে থাকা সিক্রেট কোড এর ব্যবহার জেনে নিন

প্রিয় পাঠক, আপনি কি এন্ড্রয়েড ফোনে থাকা সিক্রেট কোড এর ব্যবহার জানতে চান? আপনার কাছে এন্ড্রয়েড ফোন আছে তবে তার সিক্রেট কোড এর ব্যবহার আপনি জানেন না? যদি এমনটি হয় তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। কারণ এই পোস্টে এন্ড্রয়েড ফোনে থাকা সিক্রেট কোড এর ব্যবহার সম্পর্কে জানানো হয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে আরো অজানা তথ্য দেওয়া রয়েছে এই পোস্টে।
বিস্তারিত জানতে অতি মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়তে থাকুন। আশা করছি পোস্টটি পড়ে আপনার মনে ঘুরপাক করা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকের এই পোস্টটি পড়ে আপনার অনেক ভালো লাগবে এবং আপনার উপকারে আসবে, ধন্যবাদ।

এন্ড্রয়েড ফোনে থাকা সিক্রেট কোড এর বর্ণনা


আধুনিকতার ছোঁয়া পেতে সারাক্ষণ আমরা স্মার্টফোনে কোনো না কোনো কাজ করে থাকি। কখনো কথা বলায় কখনো মেসেজিং এ আবার কখনো সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি। পাশাপাশি কোন ভিডিও দেখা বা বই পড়ার জন্য স্মার্টফোন এর প্রয়োজন হয়। এক কথায় বলা হয়ে থাকে, নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে এই স্মার্টফোন। যাই হোক এই পোস্টে আলোচনা করতে চলেছি আমরা অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কিছু কোড সম্পর্কে। 

বেশিরভাগ মানুষই জানে না এন্ড্রয়েড ফোনে সিক্রেট কিছু কোড এর কথা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সিক্রেট কোডটি ব্যবহার করে হিডেন সেটিং অপশনে তথ্য আনলক করা যায়। এছাড়াও এন্ড্রয়েড স্মার্টফোনের কোড জানা থাকলে আপনি নিজেই জেনে নিতে পারবেন আই এম ই আই ই নম্বর। আরো রয়েছে ক্যামেরা ইনফরমেশন ও ইনফো মেনু।

আই এম ই আই ই নম্বর


এন্ড্রয়েড ফোনের আই এম ই আই ই নম্বর জেনে রাখা অত্যন্ত জরুরী। খুব সহজেই এন্ড্রয়েড ফোনের আই এম ই আই ই নম্বর জানতে পারবেন এ জন্য টাইপ করতে হবে, *#06#

ক্যামেরা ইনফরমেশন


ক্যামেরা ইনফরমেশন জানা থাকলে আপনার ফোনের ক্যামেরা যাবতীয় তথ্য পেয়ে যাবেন এখানে। এছাড়াও ক্যামেরার কোনো সমস্যা বা কোনো পরিবর্তন করতে হবে কিনা তাও দেখতে পাবেন এই অপশন থেকে। অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা ইনফরমেশন জানতে টাইপ করুন, *#*#34971539#*#*

ইনফো মেনু


এন্ড্রয়েড ফোনে ইনফরমেশন মেনু বের করতে হলে কয়েকটি কিপ্যাড টাইপ করলেই সরাসরি পৌঁছে যাবেন ইনফরমেশন মেনুতে। টাইপ টি হলো, *#*#4636#*#*

হার্ডওয়্যার ভার্সন ও এফটিএ সফটওয়্যার ভার্সন


  • এন্ড্রয়েড ফোনের হার্ডওয়্যার ভার্সন সম্পর্কে জানতে টাইপ করুন, *#*#2222#*#*
  • আপনার পছন্দের এন্ড্রয়েড ফোনটির এফটিএ সফটওয়্যার ভার্সন জানতে টাইপ করুন, *#*#1111#*#*

ব্লুটুথ অ্যাড্রেস


এন্ড্রয়েড ফোনের ব্লুটুথ অ্যাড্রেস জানতে হলে টাইপ করুন, *#*#232337#*#*

ডিভাইসের তথ্য মুছে ফেলা


এন্ড্রয়েড ফোনে দ্রুত সব তথ্য মুছে ফেলতে একটি কোড ব্যবহার করা হয়। এই কোডটিকে মূলত ফ্যাক্টরি রিসেট হিসেবে ধরা হয়। কোডটি টাইপ করুন, *2767*3855#

গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার কিছু তথ্য


একটি কোড ডিভাইসের ফার্মওয়্যার তথ্যের সঙ্গে যুক্ত মূল তথ্য প্রদান করে। এছাড়াও কোডটি ফার্মওয়্যার তথ্য, পিডিএ, ফোন হার্ডওয়ার এবং আরএফ কল এর তারিখ বা উৎপাদনের তারিখ প্রদান করে থাকে। কোডটি হলো, *#*#4986*2650468#

পাওয়ার বাটন এর পরিবর্তন


জরুরী পরিস্থিতিতে আপনার ডিভাইসটি দ্রুত বন্ধ করতে চাইলে একটি কোড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে পাওয়ার বোতামের আচরণ পরিবর্তন করতে চাইলে টাইপ করুন, *#*#7594#*#*

স্মার্টফোনে লুকিয়ে থাকা গোপন তথ্য


একটি বিশেষ কোডে লুকিয়ে রয়েছে স্মার্টফোনের বহু গোপন তথ্য। বিশ্বাস করতে পারছেন না? তবে এক্ষুনি আপনার মোবাইল ফোনে ডায়াল করুন, *#*#4636#*#* কোডটি। সাথে সাথে ম্যাজিক দেখতে পাবেন। কোডটি ডায়াল করার পরপরই খুলে যাবে একটি পপ আপ। যেখান থেকে আপনি জেনে নিতে পারছেন আপনার ফোনের টুকিটাকি বহু তথ্য। এটিকে বলা হয় USSD কোড। এই USSD কোড সমস্ত ইনফরমেশন, ইউজার স্ট্যাটিসটিকস, Wi-Fi ইনফরমেশনের মতো বহু তথ্য বিস্তারিতভাবে জানিয়ে দেবে। এর মধ্যে স্মার্টফোনের IMEI নম্বরও রয়েছে। তবে শুধুমাত্র IMEI নম্বর জানতে চাইলে তারও সহজ উপায় রয়েছে। তার জন্য ডায়াল করুন, *#06#

কিভাবে করবেন সিক্রেট কোর্টের ব্যবহার?


উপরিউক্ত কোড গুলো ব্যবহার করার কিছু পদ্ধতি রয়েছে। খুবই সহজ সেই কোডগুলো ব্যবহার করা। অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে যেভাবে নাম্বার ডায়ার করেন ঠিক সেভাবেই সিক্রেট কোড ডায়াল করতে হবে। এই সিক্রেট কোড গুলি ডায়াল করার পর ফোনে তথ্য আসতে থাকবে। তথ্য বলতে স্ক্রিনে সেই সম্পর্কিত অপশন গুলো আসতে থাকবে।

কিছু কোম্পানির ফোনের সিক্রেট কোড


  • *#0*# স্যামসাং ফোনের সিক্রেট কোড
  • *#0228# স্যামসাং ফোনের অন্যান্য সিক্রেট কোড
  • *#800# রিয়েলমি ফোনের সিক্রেট কোড
  • *#*#64663#*#* শাওমি ফোনের সিক্রেট কোড

সিক্রেট কোডগুলির ব্যবহারের বিবরণ


  • স্যামসাং ফোন: স্যামসাং এর সিক্রেট কোড ব্যবহার করলে ফোনে থাকা হার্ডওয়্যার এর সকল তথ্য পাওয়া যায়। এছাড়া অন্যান্য সিক্রেট কোডগুলো ডায়াল করলে ফোনে থাকা ডিসপ্লে ও ব্যাটারী স্ট্যাটাস দিয়ে থাকে। তবে মনে রাখতে হবে, এইসব কোডগুলো শুধুমাত্র স্যামসাং ফোনেই কাজ করবে। অন্য কোনো ব্র্যান্ডের ফোনে কাজ করবে না।
  • রিয়েলমি ফোন: রিয়েলমি সিক্রেট কোডটি ব্যবহার করলে শুধুমাত্র ফ্যাক্ট্রি মোড ও ফিডব্যাক মেনু ওপেন করতে পারবে।
  • শাওমি ফোন: শাওমি সিক্রেট কোডটি ডায়াল করলে শুধুমাত্র হার্ডওয়্যার এর তথ্য পাওয়া যায়।
শেষ কথা

প্রতিটি ব্র্যান্ডের এন্ড্রয়েড ফোনেই সিক্রেট কোড থাকে। যা শুধুমাএ নিজ নিজ ব্র্যান্ডের সিক্রেট কোড নিজ নিজ ফোনেই কাজে লাগবে। অন্য কোনো ব্র্যান্ডের ফোনে কাজে আসবে না। আর এই সিক্রেট কোডগুলো অনেকেরই অজানা। তাই উপরে অতি সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, উপরে উল্লেখিত সম্পূর্ণ লেখাগুলো পড়ে আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। জিসান স্প্ল্যাশ অতি যত্ন সহকারে আপনাদের সুন্দর কমেন্ট গুলো পড়ে থাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন